শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | DEATH: মুর্শিদাবাদে প্রেমিকের হাতে খুন প্রথম বর্ষের ছাত্রী

Sumit | ১১ মে ২০২৪ ১৫ : ০০Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: চার বছরের প্রেমের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করাতে প্রেমিকের হাতে খুন হলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদে দৌলতাবাদ থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই তরুণীর নাম সাবিনা খাতুন (১৯)। বাড়ি দৌলতাবাদ থানার মির্জাপুর গ্রামে। উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করার পর শুক্রবারই সাবিনা লালবাগের একটি কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছিল।
এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে দৌলতাবাদ থানার পুলিশ মানোয়ার হোসেন নামে সাবিনার প্রেমিককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের বাড়ি দৌলতাবাদ থানার হাজিপাড়া গ্রামে। ওই যুবকও পড়াশোনা করত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, সাবিনার সাথে প্রায় দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল মানোয়ারের। সম্প্রতি সাবিনা ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসে অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে জানা গেছে। নতুন এই সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই সাবিনা এবং মানোয়ারের মধ্যে বিবাদ চলছিল।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে সাবিনাকে ফোন করে মানোয়ার দৌলতাবাদ এসআই অফিসের কাছে ক্লাব মাঠে দেখা করতে বলে। শনিবার সকালে এগারোটা নাগাদ সাবিনা যখন তার সঙ্গে দেখা করতে যায় সেই সময় সাবিনা, মানোয়ারকে জানিয়ে দেয় দুই পরিবারের সদস্যরা তাঁদের প্রেমের সম্পর্ক মেনে নিতে রাজি হচ্ছে না। সেই কারণেই সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়।
পুলিশ সূত্রের খবর, সাবিনার মুখ থেকে এই কথা শোনার পরই তার উপর চড়াও হয় মানোয়ার হোসেন। সাবিনার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে থেকেই ওই যুবক নিজের কোমরে একটি ধারালো ছুরি লুকিয়ে রেখেছিল। সাবিনা প্রেমের সম্পর্ক ভাঙার কথা বলার পরই ওই যুবক তাঁর তলপেটের পিছনের অংশে চাকু ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় সাবিনা পড়ে গেলে মানোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পরই সাবিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ছাত্রীর ভাই সেলিম রেজা বলেন ,"আমাদের পরিবারের তরফে দু"জনের সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল। কিন্তু মনোয়ারের পরিবারের সদস্যরা এই সম্পর্ক মানতে পারেনি। সেই কারণে সাবিনা এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল। "
দৌলতাবাদ থানার এক আধিকারিক বলেন, খুনের ঘটনার আধ ঘন্টার মধ্যেই আমরা অভিযুক্ত মানোয়ার হোসেনকে গ্রেফতার করেছি। উদ্ধার হয়েছে খুনের জন্য ব্যবহৃত ধারালো ছুরিটি। পরিবারের তরফ থেকে ধৃত যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘন্টার মধ্যেই কাজ, জলদাপাড়ার জঙ্গলে পর্যটকদের প্রবেশ মূল্য মকুব ...

হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল...

কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...

কুমড়োর ওজন ২০ কেজি, হাতখানেক লম্বা লাউ, দেড় কেজির বেগুন, মেলায় পুরস্কার দেওয়া হয় সেরা ফসলকে...

শ্যাওড়াফুলি জিআরপির বড় সাফল্য, স্টেশন চত্বর চুরি যাওয়া ফোন ফিরে পেলেন মালিকরা...

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...



সোশ্যাল মিডিয়া



05 24